তবু তো জীবন
==============
-সাবিনা হোসনেয়ারা
নয়নাভিরাম অসংখ্য দৃশ্য
অদেখাই রয়ে গেল-
আনন্দে আবেগঘন ক্ষণ
করলো না এলোমেলো
তবুও বেঁচে থাকা-
আশা যেথায় মালা গাঁথা
এইতো যাচ্ছে জীবন
করতে মরন বরন৷
ঘনঘোর বরষায় একা
বৃষ্টির স্পর্শ মাখা
বাতাসে এলো চুলে
ভরলো না কোন ফুলে-
জোস্নার আলোর মতন
একা একা যত আলাপন
রাঙিয়ে যাই এ মন
কত কিছু করি যে বারন৷
জীবনের পাতায় পাতায়
না পাওয়ায় কি আসে যায়
সময় পিছু ফেরেনা হায়
স্মৃতি যতই কাঁদায়-
জীবনের সুরভী গুলো
সান্তনা খুঁজে পেলো
তবু তো পেয়েছি জীবন
থাকনা-হাজারো মরণ৷