সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
জানাগেছে, ১৭ নভেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ এলাকায় জড়ো হতে থাকে জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় সকাল থেকেই প্রেসক্লাব সহ চাষাঢ়ার আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের উপস্থিতিতে দেখে চাষাড়া বালুর মাঠ এলাকায় থেকে সটকে পরেন জেলা যুবদলের নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান প্রেসক্লাবের সামনে আসেন এবং কোন প্রকার সভা সমাবেশ বা গণজমায়েত না করতে পারে সেজন্য কঠোর অবস্থান নেন।
কিন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলা যুবদলের নেতাকর্মীরা গিয়ে জড়ো হতে থাকে চাষাড়া রেল লাইনের সামনে। সেখান থেকে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রোড দিয়ে পঞ্চবটি দিকে চলে যায়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি ইসমাইল খান, দেলোয়ার হোসেন, আফজাল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ-সম্পাদক সেলিম হোসেন দিপু, দেলোয়ার হোসেন শাহ, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, বন্দর থানা যুবদল নেতা মহিউদ্দিন শিশির, সম্রাট হাসান সুজন, সোনারগাঁও পৌর যুবদল নেতা আবু জাহের, আল আমিন, থানা যুবদল নেতা ওমর ফারুক সহ জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।