সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসনের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানের সময় বাজারের ফুটপাত, দোকানের বর্ধিত অংশ কেটে ফেলা হয় এবং অনেক দোকানীকে সতর্ক করা হয়।
এই সময় বাজারের মিকাইল ট্রেডার্সে সারের দাম বেশী রাখায় ৩০ হাজার টাকা এবং টিটুর মিস্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, বাজারের যানজটের যন্ত্রনায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে তাই এই অভিযান। বুধবারের মধ্যে যদি কোন দোকানে বর্ধিত অংশ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।