সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগ জনগণ ও উন্নয়নের রাজনীতি করে। সে কারণেই ব্রীজ, কালভার্ট, সেতু, সড়ক, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌছেঁ দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দিয়েছেন বলেই আজ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে কথা বলতে পারছে।
২২ নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের মুড়াপাড়া বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু উদ্বোধন করেন। পরে ওই সেতু পরিদর্শনকালে সেতুর পাদদেশে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ্জাহান ভুইঁয়া।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মোঃ ছালাউদ্দিন ভুইঁয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের শেখ ফরিদ ভুইয়া মাসুম, আওয়ামীগ নেতা গোলাম রসূল কলি, জায়েদ আলী, মশিউর রহমান তারেক, সরকারী মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, সাবেক ভিপি মনির হোসেন প্রমূখ।