সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৮ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন-আত্মশুদ্ধির মিলনমেলা চরমোনাই ময়দান ডাকছে আমাদের। আগামী ২০ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর হযরত পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে ৩দিন ব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এবারের মাহফিলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে প্রায় ১৫ থেকে ২০টি লঞ্চ যাবে চরমোনাইর মাহফিলে। নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম-এর উদ্ধৃতি দিয়ে বলেন- ‘মান্দার গাছ লাগিয়ে যেমন আম ফল আশা করা যায়না, তেমনি ২ নম্বর নেতার কাছে ১ নম্বর নেতৃত্ব আশা করা যায়না।’ তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর সদস্য, কর্মী, মুবাল্লিগ ও দায়িত্বশীলদের আত্মশুদ্ধি অর্জনের জন্য মাহফিলে নিজে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি বন্ধু -বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি সবাইকে মাহফিলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সমাজ পরিবর্তনের দীপ্ত শপথ নিতে হবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসাইন খান।