সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলদেশ সুপ্রীম কোর্ট এপিলেট ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার বন্দর প্রেসক্লাবের সামনে বন্দরের জনগণ ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার গরীব অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রূপগঞ্জে যখন ভুমিদস্যূরা মানুষের জমিজমা জোরপূর্বক দখল করে নিচ্ছিল তখন তৈমূর আলম খন্দকার ওইসব নিরীহ মানুষকে নিয়ে আন্দোলনে নামেন। মানববন্ধন সভা সমাবেশ স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেন তৈমূর আলম। এতেও যখন নিরীহ মানুষের জমি দখলবাজি চলছিল তখন হাইকোর্টে রিট করেন তৈমূর আলম। আর এতেই ভূমিদস্যূরা তৈমূর আলমের প্রতি নাখোশ হয়। আর তাই তৈমূর আলমকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করে। ভুমিদস্যূদের পালিত মিডিয়া দিয়ে তৈমূর আলমকে নিয়ে অপপ্রচার করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।