সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান স্বাধীনতায় পাকহানাদার বাহিনীর গুলিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী পরগনা ১৩৯ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বক্তাবলী ইউনিয়ন যুবলীগ। একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালীও করেছেন তারা। দিবসটিতে শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সরকারিভাবে সম্মানের দাবি জানান।
২৯ নভেম্বর রবিবার সকালে ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগর বধ্যভূমিতে যুবলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ আনোয়ার হোসেন ও বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সস্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে ১৩৯জন শহীদদের স্মরণে রবিবার সকালে রামনগর এলাকা হতে বিশাল র্যালী নিয়ে লক্ষীনগর বধ্যভূমিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা জলিল গাজী, আকতার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শিবলী সাদিক, যুবলীগ নেতা আনোয়ার আলী, মহিউদ্দিন ভুঁইয়া, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, যুবলীগ নেতা বাদল হোসেন ববি প্রমূখ।