সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও মদনপুর মা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুহুল আমিনের সৌজন্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে ২৮ নভেম্বর শনিবার বিকেলে জনসাধারণের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।
বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় গণমাধ্যমকে শহীদ বাদল বলেন, ‘শীতকালে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে আমরা এমন আশংকা করে জনসচেতনতায় ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করছি। সকলে সতর্ক থাকুন ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশমত আমরা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি এবং এ ভাইরাস মোকাবেলায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।’
এ সময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী দেওয়ান গহন, মদনপুর শপিং সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আলমগীর, মদনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্লাহ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহ জালাল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জুয়েল ভূঁইয়া, মাকসুদুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফরমান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রনি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।