সোনারগাঁয়ে করোনায় একজনের মৃত্যু, লাশ দাফনে এমপি খোকার টিম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে করোনায় আক্রান্ত হয়ে ফরিদ উদ্দিন ভুঁইয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির দাফন করে।

মৃত ফরিদ ভু্ইয়া জামপুর ইউপির বুরুমদী গ্রামের মৃত মতিউর ভুইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ২৯ নভেম্বর রবিবার বিকেলে জ্বর ঠান্ডা ও কাশি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করলে তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন ভূঁইয়া মারা যান। পরে সন্ধ্যা ৬ টার দিকে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেন।

স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্ব দেন মুহাম্মদ সানাউল্লাহ বেপারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ওমর ফারুক, মো. আলী আকবর, মো.আরিফ হাসান জয়,মো. ফয়সাল, মো. গোলজার, মো. মফিজুল ইসলাম, মো. আজিজুল হক, মো. আবু কালাম, মো. রাকিব, মো. জিয়াউল, মো.মামুন, মো.ইতেখার আলম, মো.আবু সাইদ, মো. রাসেল, মো. শাহ মোহাম্মদ হানিফ, মো. মহিবুল্লাহ ও মো. গাজী মাইনুদ্দিন।