মেয়র চেয়ারম্যান যেই হোক আমরা সহযোগীতা না করলে উন্নয়ন সম্ভব হবেনা: সেলিম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, দীর্ঘদিন চেষ্টা করে আমি এক টেবিলে বসতে চাইলেও বসতে পারি নাই। আজকে একটা আশা ছিল আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জের জন্য কাজ করবো। অনোয়ার সাহেব, মেয়র ও আমার কাজের মধ্যে পার্থক্য আছে। আমাদের কাজে ভাগ আছে। আমরা একত্রিত হবো, এক টেবিলে বসবো। এক টেবিলে বসে সমাধান করবো। হয়তো অতীত ভুলের কারণে আজ আপনাদের সামনে নার্ভাস ছিলাম। অবশ্যই মানুষ মাত্রই ভুল করে। আল্লাহ তাআলা হাজারো ভুলের ক্ষমা কিন্তু একটি কাজের মাধ্যমে করে দেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, এটা আমার কথা না, হাদিসের কথা। রাজনৈতিক অঙ্গন হচ্ছে প্রতিযোগিতার মাঠ। বিরোধ থাকতেই পারে। মেয়র যখন নতুন কিছু করার চেষ্টা করেন, তখনই তার কোনো না কোনো দোষ বেরিয়ে যায়। মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান যেই হোক, আমরা সবাই যদি সহযোগিতা না করি তাহলে কোনো উন্নয়ন সম্ভব হবে না।

৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মহানগরীর শায়েস্তা খাঁ সড়কে সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ।