আমরা পর্যায়ক্রমে সব খাল খনন করছি: মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা পর্যায়েক্রমে সব খাল খনন করছি, তার ধারাবাহিকতায় গঞ্জে খাল ও নল খাল প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই খাল খনন উদ্বোধন করা হলো। প্রায় দীর্ঘ দিন যাবৎ কিল্লাবাসী, হাজীগঞ্জবাসী বিশেষ করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার কাকার কথা মনে পড়ছে। ওনি সব সময় খাল খনন করার উৎসাহ দিয়ে ছিলেন। আমাকে বলেছে, খালটি খনন করে খালের দুই পাশ বাধাঁয় করে দিতে। পৌরসভা সময় আমরা কাজ করে ছিলাম, তখন টাকা অভাবে করতে পারি নাই।

৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় কিল্লারপুরে নল খাল ও গঞ্জে আলী খাল খনন ও সংস্কার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা দেখতে পারছেন, আমরা বাবুরাইল খাল, গঞ্জে আলী খাল, মাহমুদনগর খাল, ত্রিবেনী পুল খাল খনন ও সংস্কার করে যাচ্ছি। আমরা এখানে পুকুর খাল সংস্কার করছি। তার ধারাবাহিকতায় খাল সংস্কার সহ বড় বড় পুকুর খনন ও সংস্কার করবো। কোন ব্যক্তির বড় বড় পুকুর সংস্কারে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। এটা কিভাবে সরকারী ভাবে রক্ষনাবেক্ষণা করা যায়, সে দিক নজর রাখছি। আমরা প্রচুর মাঠ সংস্কার নিয়ে কাজ করছি। আমরা মাঠ খাল পুকুর কিভাবে সংরক্ষণ রাখা যায়, সেভাবে সিটি কর্পোরেশন কাজ করছে।