সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর বুধবার। ভোটের মাধ্যমে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে ভোটের লড়াইয়ে ভাসানী-মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর সোমবার দুপুরে নতুন কোর্টের উল্টো দিকের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেলের সঞ্চালনায় ভাষানী-মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিতি করিয়ে দেন মহানগর বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদ। এ সময়ে পরিচিত সভার মাধ্যমে পাঁচজন প্রার্থী তাদের নিজেদের জন্য ভোট উপস্থিত ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে আসন্ন আইনজীবী ফোরামের নির্বাচনে আদালতপাড়ায় গণসংযোগ করে ফোরামের সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।
ভাসানী-মামুন প্যানেলের প্যানেলের পাঁচটি পদে সভাপতি পদে সভাপতি আবদুল হামিদ খান ভাষানী ভুঁইয়া, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী হোসাইন প্রতিদ্বন্দিতা করবেন।
জেলা আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট হাফিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট গাজী আবদুর গাফফার, অ্যাডভোকেট বোরহানউদ্দিন সরকার, অ্যাডভোকেট শামসুল আরেফিন, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, অ্যাডভোকেট গোলাম হোসেন, অ্যাডভোকেট মোশারফ হোসেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু প্রমূখ।
এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া।