দালালমুক্ত সোনারগাঁও পৌরসভা গড়তে চাই: মেয়র প্রার্থী গাজী মজিবুর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও নৌকা প্রতীক প্রত্যাশি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান বলেছেন, সোনারগাঁও পৌরসভাকে ঘিরে রেখেছে দালালরা। এবার দালালমুক্ত সোনারগাঁও পৌরসভা গড়তে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিংমুক্ত, বাল্যবিবাহমুক্ত সোনারগাঁও পৌরসভা চাই। আমি সেই লক্ষ্যেই পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি প্রথমেই সোনারগাঁও পৌরসভাকে দালালমুক্ত করবো।

৮ ডিসেম্বর পৌরসভার ৪নং ওয়ার্ডের উঠান বৈঠকে পৌরবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন ক্লিন ইমেজধারী আওয়ামীলীগের এই নেতা।

তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো নৌকা প্রতীক নিয়ে এসে আপনাদের সামনে ভোটের জন্য আবারও দাঁড়াতে পারি। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই। পৌরবাসীর যে কোন প্রয়োজনে আমাকে ডাকলে আমি অতীতে ছুটে গিয়েছি। আমি মেয়র নির্বাচিত হলেও সেভাবেই মানুষের কাছে ছুটে যাবো। এলাকার প্রতিটি উন্নয়নমুলক কাজ নিজে তদারকি করবো।

স্থানীয় সমাজ সেবক আবু তালেবের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আমির হোসেন, আওয়ামীলীগ নেতা মোতালিব মিয়া, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন, পৌর যুবলীগ নেতা ফয়জুল্লাহ রিপন, টিটু, রাসেল, গাজী টগর, গাজী ফারুক, কাসেম ছাড়াও উপস্থিত ছিলেন- রুবেল, আবুল হোসেন, রোমেল, গাজী জুয়েল, তাঁতীলীগের নেতা খোকন প্রমূখ।

এ ছাড়াও আগামী বৃহস্পতিবার সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।