মাস্ক বিতরণে নারায়ণগঞ্জ সিভিল সার্জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৩ হাজার মাস্ক বিতরণ করেছে নারায়ণগঞ্জ স্বাস্থ্যবিভাগ এবং মাস্ক পড়ার জন্য জনসাধারণকে অনুরোধ করে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাহায্য করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরবাসীর মধ্যে এই মাস্ক বিতরণ করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। মাস্ক পড়ার জন্য উদ্বুদ্ধ করতে যাদের মাস্ক নাই বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি, নিম্ন শ্রেণির মধ্যে মাস্ক বিতরণ করেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ স্বাস্থ্যবিভাগের শীর্ষ এই কর্মকর্তা।

এইসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক কমিটির ফোকাল পারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম।

মাস্ক বিতরণকালে সিভিল সার্জন বলেন, আমাদেরকে বাঁচতে হলে করোনা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত অথবা করোনা যতদিন আছে ততদিন সবাইকে মাস্ক পরে থাকতে হবে। মাস্ক ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই। করোনার প্রথম ঢেউয়ে নারায়ণগঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলা ছিল। দ্বিতীয় ঢেউ যেন নারায়ণগঞ্জকে কাবু না করতে পারে বা প্রথম ঢেউয়ের মত না হয়। নারায়ণগঞ্জবাসির সুস্থতার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।

তিনি বলেন, আমরা যেন বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই যেন মাস্কটা পড়ে বের হই। জরিমানার বিধান আছে, আমরা চাইলে জরিমানা করতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে মানুষকে স্বাভাবিকভাবে বুঝাতে।