সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বিতর্কিত মেম্বার আনোয়ার হোসেনের ভুমিদস্যুতার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন ইউনিয়নবাসী। ২৫ ডিসেম্বর শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নোয়াগাও ইউনিয়নের লাধুরচর গ্রামের ভূমি সন্ত্রাসী ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে লাধুরচর গ্রামের শতাধিক ভুক্তভোগী জনসাধারণ। এর আগেও এলাকাবাসী কয়েকদফা তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন। কিন্তু তার পরেও তার ভূমিদস্যূতা বন্ধ হচ্ছেনা।
তাদের অভিযোগ হলো- এই ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী আনোয়ার মেম্বার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নীরিহ মানুষের ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে বলে নোয়াগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু আমাদেরকে জানান। তাছাড়া এই ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী আনোয়ার মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন সময় মাদক এবং খুনের মামলা হয়েছে বলেও এলাকাবাসী জানান। কিন্তু কোন এক অশুভ শক্তির কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না। তাই লাধুরচর গ্রামের শতাধিক ভুক্তভোগী জনসাধারণ তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে আজ বেশ কয়েক দিন যাবৎ। এলাকাবাসীর দাবি ভূমি দস্যু ও মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মেম্বারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোন নিরীহ মানুষের জমি অবৈধ ভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রি করতে না পারে এবং এলাকা যেন মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পায়।