বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাতুরি দিয়ে একাধিকবার হত্যা, না’গঞ্জ থেকে ঘন্টা বাজবে: শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

স্বাধীনতা বিরোধী শক্তি ও দেশের শত্রুদের প্রতিহত করতে নারায়ণগঞ্জ হতে ঘন্টা বাজানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেন, আগামী ৯ জানুয়ারী নারায়ণগঞ্জে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভা হতে সিদ্ধান্ত নেয়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি করনীয়। আমি মনে করি নারায়ণগঞ্জ হতে ঘন্টা বাজাতে হবে। এক জায়গা থেকে ঘন্টা বাজালে সব জায়গার স্বাধীনতা শক্তিরা জেগে উঠবে। যারা দেশকে ভালবাসে তাদের চেতনা জাগ্রত হবে। আর তারা দেখবে নারায়ণগঞ্জে জেগেছে তখন তারা বলবে আমরাও জাগি। যখন সবাই এক সাথে জেগে উছবে তখন কুলাঙ্গাররা পালিয়ে যাওয়ার রাস্তা খুজে পাবে না।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ফতুল্লা থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

সভায় শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে একটি মেডিকেল হাসপাতাল করার পর মনে করেছিলাম আমার দায়িত্ব শেষ। নারায়ণগঞ্জবাসীকে বলে রাজনীতি থেকে সরে দাড়াবো। কিন্তু এখন দেখছি দায়িত্ব শেষ হয়নি দায়িত্ব আরো বেড়ে গেছে। দেশ নিয়ে নতুন ভাবে আবার ষড়যন্ত্র শুরু করছে। তারা ৭৫ সালে স্বপরিবার সহ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এবার বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাতুরি লাগিয়ে একাধিকবার হত্যা করেছে। যারা বঙ্গবন্ধুর গায়ে হাতুরি আঘাত করেছে। তাই স্পষ্ট ভাবে বলতে তোমাদের প্রভু ৭১ সালের পাকহানাদার বাহিনীর সোলজারদের নাকে খত দিয়েছিল বাংলার মানুষ। ঠিক একই ভাবে বাংলার মানুষ এবার নাকে খত নয়, আপনাদের মাটিতে পুতে ফেলবে। বঙ্গবন্ধুকে নিয়ে অপমান সহ্য করবো না।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে কথা হচ্ছে। ঐ ক্যানাডা হতে এক মেজর রয়েছে তাকে আমি দিলদার বলি। আমার নাকি ৬ জন সিকিউরিটি রয়েছে। আমার কোন সিকিউরিটি নাই। সরকারী ভাবে আমাকে একজন সিকিউরিটি দিয়েছিল তাও নিয়ে গেছে। আমার কোন সিকিউরিটি প্রয়োজন নাই। আমার জন্য আল্লাহই যতেষ্ট। সব কিছুর মালিক আল্লাহ তায়ালা। তারা আরো বলে আমি নাকি ইন্ডিয়া হতে ৬ হাজার লোক এনে পাসপোর্ট করিয়েছি। তাদের পাসপোর্ট করিয়ে তাদের ট্রেনিং দিচ্ছি ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ওদের বিরুদ্ধে লড়াই করতে দেশের বাহির হতে লোক আনতে হবে নাকি? নারায়ণগঞ্জের লোকদের বৈঠার বাড়ি একবার খাইলে মনে থাকবে। শীতলক্ষ্যা নদীর পানি যেভাবে পচন ধরেছে সেই পানির নিচে চুবিয়ে রাখলে বেচে থাকবে না।

শামীম ওসমান আরো বলেন, সামনে কঠিন সময় আসছে। দেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। ঢাকায় আমার সাথে বিএনপি অনেক বড় বড় নেতাদের সাথে কথা হয়েছে তারা বলছে দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশ রক্ষা করতে হবে তো ভাই। এমনকি অনেক বড় বড় আলেমদের সাথে আমার কথা হয়েছে। তারাও দেশকে রক্ষা করার জন্য কথা বলছেন। আর আলেম সমাজের নেতা সফি সাহেবকে নির্যাতন করে মারা হয়েছে। এটা আমার কথা নয়। এটা সফি সাহেবের পরিবারের কথা। অথচ সফি সাহেবের প্রতিষ্ঠিত হেফাজতের কিছু লোক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন। দেশের সব আলেমরা খারাপ না। দেশে বড় বড় আলেম রয়েছে। আমি সেই আলেমদের সম্মান করি। তারা দেশ প্রমিক।

শামীম ওসমান আরো বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বাংলাদেশকে অকার্য রাষ্ট্র বানাতে চাইছে। অকার্য রাষ্ট্র বলতে তারা দেশটাকে ধ্বংস করতে ষড়যন্ত্রে লীপ্ত হচ্ছে। তারা আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করার জন্য নয়। তাই দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিহত করতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জেগে উঠার সময় এসেছে।

কর্মী সমাবেশে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সাধারণ সস্পাদক শওকত আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দনশীল, জেলা জজকোর্টের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক (সাবেক) ওয়ালী মাহামুদ, যুগ্ম সম্পাদক (সাবেক) লৎফর রহমান স্বপন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক শাহনিজাম, দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, যুগ্ম সস্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।