সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩টি গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর, নয়াপাড়া ও ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অভিযানে আড়াইহাজার থানা পুলিশ সহায়তা করেন।
এ উপজেলায় দীর্ঘদিন ধরেই হাজার হাজার বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঠিকাদার ও স্থানীয় বিভিন্ন চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারো ঠিকাদারদের টাকা দিয়ে পুণরায় সংযোগ নেয় এসব অবৈধ ব্যবহারকারীরা।