এমপি খোকার বিরুদ্ধে কায়সার হাসনাতের মানহানি মামলার আবেদন খারিজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের মহাজোটের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের মানহানির অভিযোগ তুলে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

৩০ ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ুন কবির এর আমলি আদালতে কায়সার হাসনাত ওই মামলার আবেদন করেন। আদালতে বাদীর শুনানি শেষে আদেশ পেন্ডিং রাখেন। বিকেলে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন।

বাদী কায়সার হাসনাতের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আদালত আমাদের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।

মামলার আবেদন শেষে গণমাধ্যমকে কায়সার হাসনাত বলেন, গত ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁও পৌরসভার একটি অনুষ্ঠানে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা আমাকে ও আমার মৃত মায়ের বিষয় নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতে আমি মনে করি শুধু আমার নয় আওয়ামী লীগেরও মানহানি হয়েছে। তাই ন্যায়বিচারের জন্য মামলার আবেদন করেছি।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বিকেলে সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডে ৪টি মাটির রাস্তা ও দুটি পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ করে বলেন, কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছেন। তাই যে সন্তান ঠুনকো সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কী আশা করবে?

এমপি খোকা একই অনুষ্ঠানে আরও বলেছিলেন, মানুষ হত্যা হল সবচেয়ে জঘন্য কাজ। কাইকারটেক হাটে কারা সাতজনকে হত্যা করেছে তা সোনারগাঁওবাসী জানেন। মানুষ হত্যাকারীরা শয়তানের বন্ধু। ওরা নিজেদের স্বার্থে সমাজকে ধ্বংস করে। ‘৭১-এর আগে কাদের কয় শতাংশ জমি ছিল, আর এখন তারা কীভাবে হাজার কোটি টাকার মালিক? এ টাকা কোথা থেকে এসেছে?