সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহামুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। ৩০ ডিসেম্বর এই কমিটির অনুমোদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম রবি, নাসির উদ্দীন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা। বাকিরা সদস্য পদে রয়েছেন।
এদিকে নেতাকর্মীরা বলছেন তৈমুর আলম খন্দকার ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। কমিটি পূর্ণাঙ্গ না করতে পারলেও রাজপথে তৈমুর সক্রিয় ছিলেন। একইভাবে পরবর্তী কমিটির সাধারণ সম্পাদক মামুন মাহামুদও রাজপথে সক্রিয় ভুমিকা রাখেন। তিনি একাধিকবার গ্রেপ্তার হলেও রাজপথ ছেড়ে যাননি। তার কোমরে দড়ি বেধে পুলিশ আদালতে নিয়ে আসার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এখন রাজপথের দুই সারথির উপর গুরু দায়িত্ব অর্পন করেছে দল।