প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে জাতীয়পার্টির শক্তির জানানি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে নেতাকর্মীরা। আলোচনা সভা ও বিশাল র‌্যালী বের করা হয় বন্দরে। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার শাহী মসজিদ সংলগ্ন বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে সভা র আয়োজন করা হয়।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ওই সভায় দেশের বাহিরে থেকে মুঠোফোনে সংযুক্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ কে এম সেলিম ওসমান এমপি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, ‘আপনাদের আজকে এত মানুষের একত্রিত হওয়া প্রমাণ করে, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ থেকে চলে যায় নাই। জাতীয় পার্টি নারায়ণগঞ্জসহ সারাদেশে আজ ব্যাপক শক্তিশালী। আমি মনে করি জাতীয় পার্টি ইনশাআল্লাহ একদিন ক্ষমতায় আসবে। দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য, হোসাইন মোহাম্মদ এরশাদসহ নারায়ণগঞ্জ থেকে যারা চলে গেছে সকলের জন্য।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে নতুনভাবে নতুন আঙ্গিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে যারা ভুল পথে থেকে বিএনপির রাজনীতি করছিল, তারা আজ জেলা, উপজেলায় বিভিন্ন জায়গায় জাতীয় পার্টিতে যোগদান করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটি দল আছে। সবাই আমাদের তিন নম্বর দল জানতো এবং আমাদের অবস্থান তিন নম্বরই ছিল। কিন্তু আজ আমরা বিশ্লেষণ করলে দেখতে পাবো জাতীয় পার্টি তিন নম্বরে নেই। জাতীয় পার্টি উত্তরণ করে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয় অবস্থানে আমরা আছি। আমাদের সুসংগঠিত হতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। জানুয়ারী মাসের ৩০ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মেলন ইনশাআল্লাহ হবে আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে।

এমপি খোকা করোনার বিষয়ে সর্তকতা ও সচেতনতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ভ্যাকসিন লাগবে না, নিয়ম মানতে হবে। পয়সা খরচ করে ২০০ টাকা দিয়ে বোনেরা লিপস্টিক কিনে, কিন্তু মাস্ক কিনে না। আমরা ছেলেরা ২-৪শ টাকা দিয়ে পাঞ্জাবী কিনি, কিন্তু মাস্ক কিনি না। সবার প্রতি অনুরোধ- আপনাদের ভাই হিসেবে, আশা করি নিজে সেইফ থাকবেন এবং পরিবারকে সেইফ রাখবেন।

আলোচনা সভা ও র‌্যালীতে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা আফজাল হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেন। এছাড়াও মহানগর, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও এর জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের নেতাকর্মী নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভা শেষে একটি র্যালি শাহী মসজিদ এলাকা থেকে বন্দর রেললাইনে গিয়ে সমাপ্ত হয়।