সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ভ্যাট কমিশনার, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন ও হোসিয়ারী মালিকবৃন্দের সাথে ভ্যাট সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের আয়োজনে ৩ রবিবার জানুয়ারি বিকেলে হোসিয়ারী ক্লাব ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হোসিয়ারী ব্যবসায়ীদের নিয়মিতভাবে ভ্যাট প্রদান করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করতে উদ্বুধ্ব করা সহ মুসক প্রদানের যাবতীয় নিয়ম কানুন ও সুবিধা সমূহের বিষয়ে অবহিত করেন নারায়ণগঞ্জ ভ্যাট ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল হোসিয়ারী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, করের টাকায় দেশের উন্নয়ন হয়। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যেতে হলে বেশি বেশি ভ্যাট-ট্যাক্স দিতে হবে। সরকারকে ট্যাক্স দিলে অনেকে মনে করেন গায়েব হয়ে যাবে। কিন্তু সরকার এ টাকা দিয়ে উন্নয়ন করে।
তিনি বলেন, বিশ্বের কাছে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছি যেটুকু আমরা ভ্যাট-ট্যাক্স দিয়েছি তার জন্য। বাংলাদেশ যে বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে তা ভ্যাট-ট্যাক্সের কারণেই। আমরা যে পরিমাণে ভ্যাট-ট্যাক্স দেয়ার কথা তার চেয়ে অনেক কম দিই। এরপরও আমরা এ জায়গায় এসেছি। সঠিকভাবে দিলে দেশের অবস্থা কোথায় যেত! তাই আমাদের হোসিয়ারী ব্যাবসায়ীদের নিয়মিত ভ্যাট প্রদান করতে হবে।
আলোচনা সভায় হোসিয়ারী ব্যাবসায়ীদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পক্ষ থেকে হোসিয়ারী ব্যাবসায়ীদের ৩টি ক্যাটাগরীতে বিভক্ত করে ভ্যাট প্রদানের ব্যাবস্থা করা হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) ও বিকেএমইএ পরিচালক মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), পরিচালক (জেনারেল) বীর মুক্তিযােদ্ধা আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, মােঃ আবদুল হাই, মােঃ মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) মাে. নাছির শেখ, মােঃ শাহীন হােসেন, নাছিম আহমেদ, মােঃ আতাউর রহমান, মােঃ মিজানুর রহমান সহ নয়ামাটি ও উকিলপাড়া এলাকার হোসিয়ারী ব্যাবসায়ীবৃন্দ।