সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আওয়ামীলীগের সাবেক এমপি কায়সার হাসনাত বলেছেন, সুবিধাবাদী ছাত্র নেতাদের বাদ দিয়ে বঞ্চিত ছাত্র নেতাদের দিয়ে সোনারগাঁয়ে ছাত্রলীগ গঠন করা হবে। সেজন্য যত যা করা প্রয়োজন আমি করবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো। তারপরও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিবাহিত আদু ভাইদের ছাত্রলীগ থেকে বাদ দিতে হবে।
৪ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার কাঁচপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাঁচপুর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, ২০০৫ সালে বিএনপি জামায়াত আন্দোলনে ছাত্রলীগ রাজপথে যে রক্ত দিয়েছে এখনকার ছাত্রলীগ রক্ত দেয় না, টেন্ডারবাজি করে নেতা বদল করে টাকা ইনকামের ফন্দিফিকির করে। বর্তমানে সোনারগাঁয়ে যারা ছাত্রলীগে নেতৃত্বে আছেন তারা সবাই মেয়াদউর্ত্তীর্ণ ও বিবাহিত। সেজন্য ছাত্রলীগে নতুন নেতৃত্বের প্রয়োজন। কোন ঠিকাদার অছাত্র দিয়ে ছাত্রলীগের সংগঠন চলতে পারে না। আমাদের প্রধানমন্ত্রীও সেই কথাই বলেছেন। ছাত্রলীগের ব্যাপারে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। দেশের ঐতিহ্যবাহী ছাত্রলীগের এ সংগঠনকে টিকিয়ে রাখতে হলে দলের অনুগত ত্যাগী ও রাজপথের সৈনিক লাগবে। কোন বিবাহিত টেন্ডারবাজ সুবিধাবাদী আদু ভাইয়ের প্রয়োজন নেই। সেজন্য সোনারগাঁ উপজেলা ছাত্রলীগকে ঢেলে সাঁজাতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবো ঐতিহ্যবাহী এ ছাত্রলীগকে টিকিয়ে রাখতে।
আলোচনা শেষে ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালী বের করা হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা আকিবের সভাপতিত্ব প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, মনির হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ এর সদস্য শামীম, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের নাদিম, শামীম হোসেন, বাবু শেখ সাদি আরিফ শিকদার, শিকদার তায়েব, শিমুল, ইমতিয়াজ আবু বক্কর সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।