ভালো যদি বাসতেই হয়
—-আবু হাসান টিপু
ভালো যদি বাসতেই হয়, তবে ভালোবেস;
হিটলার-মুসোলিনি, আইয়ুব-ইয়াহিয়া, এরশাদ কিংবা হাসিনার মতো,
ওরা যেমনি করে ক্ষমতাকে ভালোবেসে রাজ্য করেছে শাসন;
জীবনের সবটুকু মায়া ত্যাগ করে।
যদি ভালোবাসতেই হয় তবে দখল প্রতিষ্ঠা করো সর্বত্র,
তোমার অনুপস্থিতি যেন পন্ড করে দেয় রাজসভা,
ভিখারিনী বৃদ্ধাও যেন ভিক্ষের থালা প্রসারিত না করেন কোন বিত্তবানের পানে।
তোমার আর্শিবাদহীনে ডাস্টবিন থেকে খাদ্যের উচ্ছিষ্টও যেন কেউ কুড়াতে না পারেন,
প্রকৃতিও যেন ভুলে যায় তার সাধারণ নিয়ম নীতি।
তুমিই সর্বেসর্বা। তোমাকে উপেক্ষা করে; এমন সাধ্য কার?
তোমার আপাদমস্তক প্রেমের শরীর, হৃদয় জুড়ে উথাল পাতাল প্রেম;
বাকী সব দুধের শিশু!
ওরা বলে ভালোবাসা নাকি স্বৈরতান্ত্রিক …..
প্রেম প্রত্যাখ্যানকারীর মুখে এসিড ছুঁরে মারা সেটা নিশ্চয় প্রেমিকেরই শোভা পায়।
যাকে ভালোবাসি তার সবটুকু চাই, তার সবটাই আমার,
ভালোবেসে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া সেটা কি আর তোমায় শোভা পায়?
অজস্ত্র আগুনের নিঃস্বার্থ আত্মাহুতিতে সোনা পুড়ে খাটি হয়, সোনার মূল্য বাড়ে।
বলতে পরো এতে আগুনের কি আসে যায়?
আগুনকে ভালোবেসে কেউ কি কখনো
জড়িয়ে নিয়েছেন বুকে……