সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩৪৬ পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে। আগামী শনিবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে রূপগঞ্জ উপজেলা পরিষদ থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২১জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা প্রমুখ।
ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন করবেন।