সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিপুল পরিমান আইনজীবী নিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শোডাউন দিয়েছেন বিএনপির আইনজীবীরা। মুলত আগামী ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে তারা এই শোডাউন দেন। এতে এতদিন বিএনপির যেসব আইনজীবী নেতাদের মাঝে দূরত্ব ছিল সেইসব নেতারা একসাথে হয়ে আদালতপাড়ায় শোডাউন দিয়েছেন। যে কারনে সমাবেশ করে বক্তব্য রাখতে গিয়ে সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি প্যানেলের পক্ষে আইনজীবীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে নিজেদের মাঝে সকল বিভেদ বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নিজেদের প্যানেলের পক্ষে প্রচারনায় সামিল হয়েছে বিএনপির আইনজীবীরা। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত হুমায়ুন-কামাল পরিষদের পক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছে বিএনপির আইনজীবীরা।
২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কয়েকশ আইনজীবী মিছিল নিয়ে নিয়ে পুরো আদালতপাড়া প্রদক্ষিণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো আদালত চত্বর। অনেকদিন পর সকল বিএনপির আইনজীবীরা তাদের হারানো ভোটের অধিকার ফিরে পেতে গর্জে উঠেছিলো এদিন।
নির্বাচনী প্রচারনাকালে বিএনপি সমর্থীত প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকার সারা দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। কোন সেক্টরেই আর সুষ্ঠ নির্বাচনের কোন পরিবেশ নেই। সবখানে ভোট চুরির মহোৎসব চলছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গত কয়েক বছর যাবত নারায়ণগঞ্জের আইনজীবীরা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারছেনা, তাদের ভোট লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এবার এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। নারায়ণগঞ্জ বারে আইনজীবীদের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে আমরা এবার নির্বাচনের মাঠে যুদ্ধ চালিয়ে যাবো। আগামী ২৮ জারুয়ারি সকল আইনজীবীদের আহবান জানাবো, গণতন্ত্র প্রতিষ্ঠার প্যানেল হুমায়ুন-কামাল পরিষদে ভোট দিন এবং নতুন দিনের সূচনায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন।
সাখাওয়াত আরো বলেন, এবার ভোট চুরির চেষ্টা করলে কিংবা আইনজীবীদের কোন প্রকার হয়রানির চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। আইনজীবীদের অধিকার হরণকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। নারায়ণগঞ্জের আইনজীবীরা এবার রুখে দাড়িয়ে তাদের অধিকার আদায় করে নেবে।
এসময় প্রার্থীদের সঙ্গে আইনজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নবী হোসেন, রফিক আহাম্মেদ, সামসুজ্জামান খোকা, রফিকুল ইসলাম, আজিজুর রহমান মোল্লা, সৈয়দ মশিউর রহমান শাহিন, রকিবুল হাসান শিমুল, কাজী আবদুর গাফফার, মাহমুদুল হক আলমগীর, আবদুস সামাদ মোল্লা, নুরুল আমিন মাসুম, নজরুল ইসলাম মাসুম, আশরাফুল আলম সিরাজী রাসেল, আল আমিন সিদ্দিকী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা শেখ আনজুম আহমেদ রিফাত, ফজলুর রহমান ফাহিম, আবু আল ইউসুফ খান টিপু সহ বিএনপিপন্থী কয়েকশ আইনজীবী।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট এর প্রার্থীরা হলেন সভাপতি পদে সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক কামাল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান, লাইব্রেরী সম্পাদক মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক আসমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান, আসিয়া সুলতানা জেমী, হাফিজুর রহমান মাসুদ ও জামান হোসেন।