মোহসীন-মাহবুবের সততার প্রশংসা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এর আগে মোহসীন মিয়া টানা দুইবার সাধারণ সম্পাদক ছিলেন এবং মাঝে এক বছর গ্যাপ দিয়ে আগের দুই বছর তিনি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও বিভিন্ন পদে সমিতিতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। একইভাবে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর আগে টানা দুইবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

তাদের দায়িত্বপালনকালে আইনজীবী সমিতির কোটি কোটি টাকার হিসেব নিকেশ নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারেননি। একইভাবে ৮তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের বিষয়েও আয় ব্যয় নিয়েও কোন প্রশ্ন ওঠেনি। শুধু আওয়ামীলীগের আইনজীবীরাই নয় যারা মোহসীন-মাহবুবের বিরোধী হিসেবে পরিচিত এবং বিএনপির আইনজীবীরাও তাদের সততা নিয়ে কোন প্রশ্ন তুলেননি। যেখানে কোটি কোটি টাকার হিসেব নিকেশ রয়েছে।

গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মুলত ওই সভায় সমিতির বার্ষিক আয় ব্যয়ের হিসেব অডিট পর্যালোচনারও কোন প্রয়োজন বোধ করেননি আইনজীবীরা। সাধারণ সম্পাদক বার্ষিক রিপোর্ট পেশ করার সঙ্গে সঙ্গে আইনজীবীরা পাশ পাশ বলে শ্লোগান দেন। এর আগের কয়েক বছরেও যখন মোহসীন-মাহবুব দায়িত্বে ছিলেন তাদের অডিট নিয়ে কেউ সন্দেহ পর্যন্ত পোষণ করেননি। তাদের এমন সততার বিষয়টি আসন্ন নির্বাচনে প্রশংসা পাচ্ছে বেশ।

আগামী ২৮ জানুুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান।

২১ জানুয়ারি আদালতপাড়ায় নির্বাচনী প্র্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে তাদের সততা নিয়ে প্রশংসা করেছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। একই সঙ্গে তার সঙ্গে জুনিয়রশিপ করার সময় মোহসীন মিয়ার বিভিন্ন সততার উদাহরণ তুলে ধরেন খোকন সাহা। তিনি এও বলেছেন, তারা যখন সমিতির নেতৃত্বে এসেছেন তারপর থেকে সমিতির ফান্ডে অর্থের পরিমান বাড়তে থাকে।