সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২৫ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর (একাডেমিক) সুকল্যাণ বাছাড়।
‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারঃ আসক্তি রোধ’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় জুনিয়র ও সিনিয়র গ্রুপ মিলিয়ে সর্বমোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় চমৎকারভাবে সাজানো স্টলে শিক্ষার্থীরা দলগতভাবে তাদের প্রজেক্ট উপস্থাপন করেন। এসময় শিক্ষার্থীরা তাদের উপস্থাপনার মাধ্যমে প্রজেক্টের উদ্দেশ্য এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের এই প্রজেক্ট কিভাবে কাজে আসবে তা তুলে ধরেন।
এছাড়া কমর আলী হাই স্কুল এন্ড কলেজে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী (এসময় সকল ধরণের স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সকলের মাস্ক পরিধান নিশ্চিত করে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়) অংশ নেয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক প্রেরিত মিউজু বাসে মেলায় আগত দর্শনার্থী শিক্ষার্থীরা 6D মুভি উপভোগ করেন। অতঃপর উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ ও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয় এবং মেলায় আগত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ব্যাপারে জানার আগ্রহ বৃদ্ধি পায় যা কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরণের নতুন নতুন উদ্ভাবন করে। তাদের এই সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি ভবিষ্যৎ প্রযুক্তিসমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে। তাইতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়- “থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।”