বন্দরে সুন্নি মহাসমাবেশে কাজিম উদ্দীন

 

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, আমরা যারা মুসলিম হয়ে জন্ম নিয়েছি তারা যেন অবশ্যই ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলি। কারণ ইসলাম হল শান্তির ধর্ম। ইসলামের হল ইহকাল ও পরকালে মুক্তির সোপান। আমরা যারা এখানে (দোয়া মাহফিলে) উপস্থিত হয়েছি তারা যেন ঠিক মত নামাজ আদায় করি। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। মনে রাখবেন আমরা এই দুনিয়ায় এসেছি একা এবং যাবও একা। কবরে আপনার সাথে কিছুই যাবে না যাবে শুধু আপনার আমল।

২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বন্দর থানাধীন ঘারমোড়া ঈদগাহ এলাকায় আহলে সুন্নত ওয়াল জামায়াত ওয়াজ কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসমাবেশ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার যারা ওয়াজ শুনতে এসেছেন, তারা যেন আলেম ওলামাদের উপদেশ-পরামর্শ শ্রদ্ধা সহ পালন করি। তাদের দেখানো সঠিক পথ যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। সমাবেশের সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদ।

উদ্বোধন করেন, ঘারমোড়া নতুন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন (কালা মেম্বার)।
এসময় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, চরঘারমোড়া জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক শাহীন, ঘারমোড়া এলাকার সমাজ সেবক ওসমান গনী, চরঘারমোড়া এলাকার সমাজ সেবক শাহীন তাহেরী সিনহা, লিয়াকত আলী সহ ওয়াজ কমিটির সকল সদস্যবৃন্দ।