সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।
সভায় ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ আলোচনার মাধ্যমে হোসিয়ারী ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করানো হয়।
বিশেষ সাধারণ সভার শুরুতে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত হোসিয়ারি ব্যবসায়ীদের সকলের সম্মতিতে এসোসিয়েশনের ২০২০ সনের নিরীক্ষক এস.এইচ. খান এন্ড কোং কে নিয়োগ প্রদান করা হয়।
অদ্য অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় রুপগঞ্জ কেন্দুয়া ও বিরাবো মৌজা জায়গার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
১৭ নবাব সলিমুল্লাহ রোডস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনের বহুতল ভবন “হোসিয়ারী টাওয়ার”, বিসিকস্থ হোসিয়ারি অফিসের বহুতল ভবন এবং হোসিয়ারি ক্লাব ভবনের বহুতল ভবন নির্মানের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের অনুমোদন করানো হয়।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজলের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), পরিচালক (জেনারেল) বীর মুক্তিযােদ্ধা আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, মােঃ আবদুল হাই, মােঃ মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) মাে. নাছির শেখ, মােঃ শাহীন হােসেন, নাছিম আহমেদ, মােঃ আতাউর রহমান, মােঃ মিজানুর রহমান সহ হোসিয়ারী এসোসিয়েশনের সকল ব্যবসায়ীরা।