ফতুল্লায় ছাত্রদলের অবৈধ কমিটিকে জেলা বিএনপি নেতার বৈধতা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ঘোষিত ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরোধীতা করে বিদ্রোহী কমিটি গঠন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এই অবৈধ কমিটিকে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন সিকদার বৈধতা দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তবে এ বিষয়ে ভিন্ন কথা বলেছেন রুহুল আমিন সিকদার।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বহিষ্কার দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা ২৯ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ মিছিল সহ রনির কুশপুত্তলিকা দাহ করা হয়।

পরে একই দিনে রাত ৮টায় ফতুল্লার কোতালেরবাগস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিয়াস খন্দকারকে আহ্বায়ক ও লেলিকে সদস্য সচিব করে ২১ সদস্যের ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটি ঘোষণা করে।

তবে কমিটি গঠনের পর জেলা বিএনপির নেতা রুহুল আমিন সিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই কমিটির নেতারা। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন। তবে এর আগে মুল কমিটির আহ্বায়ক মেহেদী হাসান দোলনকেও গত ২০ নভেম্বর শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রুহুল আমিন সিকদার।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন সিকদার সান নারায়ণগঞ্জকে বলেন, আসলে পাল্টা কমিটির পক্ষে আমিও না। কিন্তু যারা ছাত্রদলের কমিটিতে যেকোন কারনেই হোক বাদ পড়েছে তারা দীর্ঘদিন যাবত ছাত্রদলের রাজনীতি করেছে। মুলত আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হওয়ায় তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং পরে যাদেরকে দিয়ে কমিটি হয়েছে তারাও শুভেচ্ছা জানায়।

তিনি এও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কাউকেই যেনো বাদ দেয়া না হয়।

অন্যদিকে ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির প্রধান সমম্বয়ক সাগর সিদ্দিকী।

ছাত্রদলের পক্ষ থেকে পিয়াস খন্দকারকে আহ্বায়ক, লেলিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আরিফ হাসান, যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম, শওকত হাসেম ইফতি, মোজাম্মেল প্রধান, রোমান মিয়া, মনিনুল ইসলাম বিজয়, মোঃ রাহাত চৌধুরী, মোঃ সবুজ, সাইফুল ইসলাম সাইফ, হাসিবুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন জুবায়ের আহম্মেদ জাবেদ, মোঃ আদর্শ বাবুল, সজীব হোসেন অয়ন, মোঃ শান্ত ইসলাম, সাইফুল ইসলাম রিফাত, জহিরুল ইসলাম সাগর, মোঃ তুষার আহম্মেদ, মোঃ শান্ত হান্নান, সোহান মাহমুদ সাগর।

কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে সাগর সিদ্দিকীকে, সমন্বয়ক হিসেবে রয়েছেন মোঃ মোরশেদ, শোয়েব আক্তার সোহাগ, শাখাওয়াত হোসেন অনি ও রাহাত প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান পিয়াল সহ ছাত্রদল নেতাকর্মীরা।