সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত ৫ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেছেন। যার সি.আর মামলা নং ৭২৪/২০।
জামিনপ্রাপ্ত আসামিরা হলো- ধামগড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. রাসেল, সুরুজ মিয়ার ছেলে মো. ফারুক ও নয়ন, মৃত আলী আকবরের ছেলে তোয়াবের হোসেন, আবদুর রাজ্জাকের ছেলে মোশারফ, ফজল হকের ছেলে দেলোয়ার হোসেন।
তবে এই মামলার অন্যতম আসামি চেয়ারম্যান মাসুম আহম্মেদের ছেলে জিতুকে মামলার চার্জশিট থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
ঘটনা সূত্রে, গত বছরের ১৬ এপ্রিল বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া গ্ৰামের আতাউর রহমানের ছেলে মজিবুর রহমান বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।