নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে দুই বছরের কারাদন্ড হওয়ার ঘটনাায় বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগীর নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে গিয়ে জামতলা হীরা কমিউিনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল কবির, মাসুদুর রহমান, ইসমাইল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, বন্দর উপজেলা যুবদলের সম্ভাব্য আহবায়ক মহিউদ্দিন শিশির, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, ফতুল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির, আমির, মাছুম, আরিফ, বন্দর উপজেলা যুবদল নেতা সম্রাট হাসান সুজন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা রতন, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম, কুতুবউদ্দিন, সাইদুর, তারবো পৌর যুবদল নেতা কাজী আহাদ সহ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।