করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানালো নারায়ণগঞ্জ মহিলা পরিষদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ ও পাড়া কমিটির সদস্যরা ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেন।

তারা জানান, টিকা নেয়ার পর সকলে ভাল আছেন। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত হয়নি। মহিলা পরিষদের সভাপতি লক্ষী চক্রবর্তী, সহ-সভাপতি রীনা আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, শহর সহ-সাধারণ সম্পাদক ফাহমিদা আজাদ ও সমাজকল্যাণ সম্পাদক রোজী আবেদিন, পাড়ার সদস্য সুফিয়া বেগম প্রমুখ টিকা গ্রহণ করেন।

এর আগে ৮ফেব্রুয়ারি বিকেলে জেলা কার্যালয়ে নাম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন সভাপতি লক্ষী চক্রবর্তী।

সার্বিক সহযোগিতা করেন মহিলা পরিষদের সুহৃদ ও একতা খেলাঘরের সাধারণ সম্পাদক অনিক সাহা। এ কার্যক্রমে সদস্যদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। জেলা নেতৃবৃন্দ নারী-পুুরুষ সকলকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।