সোনারগাঁয়ে মেরীখালী ব্রীজের নিচ থেকে আহতাবস্থায় দুই যুবক উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেরীখালি ব্রিজের নিচ থেকে মুমুর্ষ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করেছে সোনারগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা। ৯ ফেব্রুয়ার মঙ্গলবার বিকেলে তাদের ব্রিজের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুজন মিয়া জানান, মঙ্গলবার বিকেলে কন্টোল রুমের মাধ্যমে জানতে পারি মোগরাপাড়া এলাকার মেরীখালী ব্রিজের নিচে দুইজন ব্যক্তি পড়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ব্রিজের নিচ থেকে আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজের উপর দিয়ে হেটে আসার সময় কোন বেপরোয়া গাড়ী ব্রিজের উপর তাদের খুব কাছ দিয়ে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হতে পারে ভেবে ভয়ে ব্রিজের নিচে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবসত তারা খালের সাইডে মাটিতে পড়ে মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে একজনের নাম মোজাম্মেল অপরজনের নাম আবু বকর। তাদের একজনের বাড়ী সোনারগাঁয়ে আরেক জনের বাড়ী নোয়াখালী জেলায়।