জনস্বার্থে ব্যক্তিগত দ্বন্ধ ভুলে যেতে হবে: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সাংবাদিকদের বলেছেন, এবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি জনপ্রতিনিধি, স্থানীয় মন্ত্রী, এমপি এবং মেয়রের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের যে উদ্যোগ গ্রহণ করেছেন এটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে জেলার সকল সমস্যা সমাধান করা সম্ভব। আর প্রেসক্লাব যদি বিভিন্ন সমস্যা নিয়ে সবাইকে এক টেবিলে নিয়ে বসতে পারে তাহলে এমনিতেই অর্ধেক সমস্যা কমে যাবে। বাকী অর্ধেক সমাধান হবে আলাপ আলোচনার মাদ্যমে।

এমপি বলেন, আমাদের সকলেরই উচিৎ উধার মন নিয়ে জনগণের পাশে দাঁড়ানো। জনস্বার্থে ব্যক্তিগত দ্বন্ধ ভুলে যেতে হবে। তাই প্রেসক্লাব যদি আমাদেরকে এক সঙ্গে ডাকে তাহলে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।

এদিকে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের রাইফেলস ক্লাবে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার শাহআলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি আরিফ আলম দীপু, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন এবং প্রেসক্লাবের স্থায়ী সদস্য আনিসুর রহমান আনিস।

এ সময় এমপি লিয়াকত হোসেন খোকা তার এলাকায় ব্যাপক উন্নয়নে কথা তুলে ধরেন। তিনি সোনারগাঁয়ের রাস্তাঘাট, ব্রিজকালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের কি কি উন্নয়ন করেছেন এ বিষয়ে বিস্তারিত জানান সাংবাদিকদের।

এ সময় সাংবাদিকরাও সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হওয়ার কথা স্বীকার করেন। তারা বলেন, আমরা যখন সোনারগাঁয়ে যাই তখন আপনার উন্নয়নের ছোঁয়া দেখতে পাই। তারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তার প্রতি আহবান জানান।

এমপি খোকাও দাবি করেন এরই মাঝে উন্নয়নে তার এলাকার চেহারা পাল্টে দেয়া হয়েছে। আরো উন্নয়ন চলমান রয়েছে। তিনি সাংবাদিক সমাজের সহযোগীতা কামনা করেন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে তিনি সর্বাত্বক সহযোগীতা করার অঙ্গীকার করেন। এছাড়া তিনি তার এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ফ্যমিলি-ডে করার জন্য আমন্ত্রন জানান।

এদিকে এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ্য থেকে সময় দেয়ার জন্য এমপি খোকাকে ধন্যবাদ জানানো হয়। সভাপতি খন্দকার শাহআলম তাকে ধন্যবাদ জানান।

এ সময় এর আগে মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবীর সাথে ধারাবাহিক শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি অবহিত করা হয়। তাকে জানানো হয় তারা তিনজনই জানিয়েছেন নারায়ণগঞ্জে জনগণের স্বার্থে যদি তাদেরকে প্রেসক্লাবে ডাকা হয় তাহলে তারা সেই ডাকে সারা দেবেন। তখন এমপি খোকাও বলেন প্রেসক্লাবের উচিৎ গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাইকে নিয়ে বসা।