সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় নির্বাচনে শীর্ষ চেয়ারের লড়াইয়ে নারীরাও পিছিয়ে নেই। সোনারগাঁও পৌরসভা সহ আরও তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের লক্ষ্যে হেভিওয়েট প্রার্থীর তালিকায়ও রয়েছেন নারী নেত্রীরা। এক সময় মেয়র কিংবা চেয়ারম্যান পদে শুধুমাত্র পুরুষদেরই লড়াইয়ে নামতে দেখা গেলেও সেই ধারাবাহিকতার পরিবর্তন ঘটেছে সারাদেশের মত সোনারগাঁয়েও।
স্থানীয়রা জানিয়েছেন, সোনারগাঁও পৌরসভার নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতায় আটকে থাকলেও এখানে পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন ডালিয়া লিয়াকত। শুধু হেভিওয়েট প্রার্থী হিসেবেই নয় সোনারগাঁয়ের রাজনীতির কেন্দ্র বিন্দু হয়ে ওটেছিলেন ডালিয়া লিয়াকত। যে কোন সময় নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনিই হয়তো থাকবেন আলোচনার শীর্ষ স্থানে।
সোনারগাঁও পৌরসভা নির্বাচনেই আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন নাসরিন সুলতানা ঝরা। তিনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক। ছিলেন বেগম বদরুনেচ্ছা কলেজ ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন সময় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে। বিএনপি জামাত জোট সরকার আমলে সাতবার কারাবরণ করেছেন এই নেত্রী। ইতিমধ্যে সোনারগাঁও আওয়ামীলীগ মেয়র প্রার্থীদের মধ্যে তার নামও কেন্দ্রে পাঠিয়েছে। নির্বাচনে ধীরগতি থাকলেও তিনি নির্বাচনী মাঠ ছাড়েননি।
একইভাবে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট নূর জাহান। জয়ী হতে না পারলেও তিনি আগামী নির্বাচনের লক্ষ্যে শক্ত অবস্থান তৈরি করতে কাজ করছেন। এবারও তিনি নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তিনি আটসাট বেধেই নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য পদে রয়েছেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদের সঙ্গে চেয়ারম্যান পদে যুক্ত হয়েছেন নারী নেত্রী পারভীন আক্তার শ্যামলী চৌধুরী। তিনি গত কয়েক বছর ধরে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের লক্ষ্যে পুরোদস্তর নির্বাচনী মাঠে রয়েছেন। আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে সনমান্দি ইউনিয়নের প্রতিটা এলাকায় তিনি গণসংযোগ করেছেন। আওয়ামীলীগ পরিবারের এই গৃহবধু বেশ আলোচনা সৃষ্টি করেছেন সনমান্দি ইউনিয়নে।