সোনারগাঁয়ে শম্ভপুরা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নূর জাহানের কম্বল বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুটি স্পটে শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ওই ইউনিয়নের হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী ও জেলা পরিষদের বর্তমান সদস্য অ্যাডভোকেট নূর জাহান।

১২ ফেব্রুয়ারি শুক্রবার শম্ভপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে ও হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন। ওই সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট নূর জাহান বলেন, আমি আপনাদের সন্তান। আমি এই শম্ভপুরা ইউনিয়নবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। কিন্তু সারাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, আমাদের শম্ভপুরা ইউনিয়নে সেভাবে উন্নয়ন হয়নি শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে। মহান সৃষ্টিকর্তা যদি কামিয়াব করে এবং আপনারা আমাকে চান তাহলে জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নে হবে সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন ইনশাহআল্লাহ।

এর আগে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শম্ভপুুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নূর জাহানকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক উন্নয়নে নূর জাহানকে সহযোগীতা করারও আশ্বাস দেন।

অন্যদিকে স্থানীয় ইউনিয়নবাসী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নূর জাহান।

বিএনপি জামাত জোট সরকার আমলে রাজপথে ব্যাপক আন্দোলনে ভুমিকা রাখা ও ত্যাগের বিনিময়ে নৌকা প্রতীক পেলেও জয়ের কাছাকাছি গিয়েও ষড়যন্ত্রের কারনে জয়ী হতে পারেননি নূর জাহান।

তবে এবার ঐক্যবদ্ধভাবে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা নূর জাহানের পক্ষে নির্বাচনী মাঠে নামতে যাচ্ছেন। এবারও নূর জাহানের হাতে ওঠতে যাচ্ছে নৌকা প্রতীক। গত নির্বাচনের ভুলত্রুটি শুধুরে এবার আটসাট বেধেই নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তিনি সোনারগাঁয়ে উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করছেন। যে কারনে স্থানীয়রা মনে করছেন ইউনিয়ন পরিষদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন হবে