আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আড়াইহাজারে জমি দখলের অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি দখলের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী গ্রামে।

জানা যায়, ঐ গ্রামের জোহরা বেগমের পিতা লোকমান খা তার ভাই রেজাউল করিমের কাছ থেকে ২৭.৫০ শতাংশ জায়গা ক্রয় করেন। রেজাউল খার মেয়ে নাছরিন আক্তার তা মানতে নারাজ হয়ে জোরপূর্বক সম্পত্তি দখল করার চেষ্টা করে।

পরবর্তীতে এই নিয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে জোহরা বেগম গং একটি দেওয়ানী মামলা (নং-৬৮/২০১৯) দায়ের করিলে আদালত মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তিতে উভয় পক্ষের ভোগ দখলের উপর নিষেধাজ্ঞা জারি করে। জায়গা দখল করে নিয়ে যেতে পারে বলে জোহরা বেগম গং আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়রী (নং-১৩৮২/১৯-০৮-১৯) দায়ের করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর করে আসে।

আদলতের উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে নাছরিন আক্তার শুক্রবার গ্রামের স্থানীয় প্রভাবশালী খাইরুল বাশার, মিঠু খান আলাউদ্দিন খায়ের সহযোগীতায় উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে নাছরিন বেগমের সাথে কথা বললে তিনি জানান, আমার পিতা সম্পত্তি বিক্রি করেছে এই ধরণের কোন কাগজ তারা দেখাতে পারেনি। তাই জায়গা দখল করেছি। আদালতের নিষেধাজ্ঞার কথা জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন উত্তর দিতে পারেননি।