প্রতিশ্রুতি দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মানুষের দূর্ভোগ লাঘবে জরাঝীর্ণ রাস্তা সংস্কার করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি। তার এই প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই নিজে দাঁড়িয়ে থেকে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সোনারগাঁও সরকারি কলেজের সামনে মেরীখালী নদের উপর নির্মিত ব্রিজের ঢালের রাস্তার বেহাল দশা দেখাতে সেখানে চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনিকে নিয়ে যান স্থানীয়রা। রাস্তার এমন অবস্থা দেখে তা সংস্কার করে দেয়ার প্রতিশ্রতি দেন তিনি। সে অনুযায়ী তার নিজ বাড়ীর কাজের রড, সিমেন্ট ও বালু দিয়ে শুক্রবার রাতভর শ্রমিক নিয়ে নিজে উপস্থিত থেকে অবশেষে রাস্তার সংস্কার কাজ সমাপ্তি করেন।

এলাকাবাসী আরও জানান, ব্রিজের ঢালের রাস্তাটি মেরামত না করায় প্রতিদিন গাড়ি উল্টে ঘটেছে দুর্ঘটনা। গত কয়েক মাসে উক্ত রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ী উল্টে শতাধিক লোক দুর্ঘটনার শিকার হন। দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলার কারনে জনসাধারণের যাতায়াতের এমন সমস্যা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ মেরামতের পদক্ষেপ নেয়নি।

মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি একজন তরুণ সমাজ সেবক হিসেবে রাস্তার বেহাল দশা দেখে রাতভর নিজে উপস্থিত থেকে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটির মেরামতের কাজ শেষ করেন।

এ বিষয়ে সোহাগ রনি বলেন, সোনারগাঁও সরকারি কলেজ হইতে মঙ্গলেরগাঁও রাস্তায় নির্মিত মেরিখালী নদের উপর ব্রিজের ঢালে রাস্তার বেহাল দশা দেখে আমি নিজ অর্থায়নে আরসিসি ঢালাই দিয়ে মেরামত কাজ করবো বলে শুক্রবার দুপুরে সবাইকে কথা দিয়েছিলাম। তাই সময়ক্ষেপন না করে মানুষের কল্যাণে কাজটি করার ইচ্ছা পোষন করি। সে অনুযায়ী আমার বাড়িতে থাকা রড, সিমেন্ট ও বালু দিয়ে রাতভর নিজে উপস্থিত থেকে কাজটি সম্পন্ন করি। এলাকাবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই।