সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতাকর্মীদের পুলিশ ভিত্তিক আওয়ামীলীগ করতে নিষেধ করেছেন নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমান। শামীম ওসমান বলেছেন, ‘কেউ কেউ খাল কেটে কুমির ডাকতাছেন। পুলিশ ভিত্তিক ফতুল্লা থানা ভিত্তিক আওয়ামীলীগ করতে যাইয়েন না। লাভ হবেনা কিন্তু। কিচ্ছু লাভ হবেনা। আলটিমেটলি, আমার হাত না থাকলে আপনি এলাকায় থাকতে পারবেন না।’
২৬ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার অক্টোঅফিস এলাকার বাংলা ভবনে আগামী ২ মার্চ ডাকা সমাবেশকে সফল করতে ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, ‘সংগঠন করবেন ভালো লোক। সালাম দেবো। আর যে খারাপ লোক তাকে প্রথমে বুঝিয়ে দিবো। তারপরেও বুঝিয়ে দিবো। তৃতীয়বার বের করে দেবো। খারাপকে তো ভিড়তেই দেবনা। যে খারাপকে সাপোর্ট দেয় তাকেও রাখবোনা।’
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।