সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব তৎকালীন আওয়ামী লীগ সরকারই দিয়েছিল। যদি তারা ভুল করে থাকে তবে এর জন্য আগে তাদের বিচার করা হোক।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। সুতরাং গাঁয়ে রক্ত থাকা পর্যন্ত জিয়ার খেতাব ছিনিয়ে নেয়া যাবে না।
জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, সদস্য মোশাররফ হোসেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, আশরাফুল হক রিপন, জুয়েল আহমেদ, সেলিম হক রুমী, আল মুজাহিদ মল্লিক, কামরুজ্জামান মাসুম, একরামুল কবির মামুন ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আলম খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ-সভাপতি জাকির হোসেন রবিন ও জহির চৌধুরী প্রমুখ।