সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানকে ছিচকে গুন্ডা বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। একই সঙ্গে শামীম ওসমানের ভাই জাতীয়পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান অন্যের টাকায় দান করে দানবীর সাঁজছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সেলিম ওসমানকে নিয়ে মেয়র আইভীর ওই মন্তব্যের জবাব দিয়েছেন সেলিম ওসমান।
মেয়র আইভীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গণমাধ্যমে সংসদ সদস্য সেলিম ওসমান তার নিজের প্রতিক্রিয়ায় বলেন, মেয়র হয়তো জানেন না যে আমি জনপ্রতিনিধি হওয়ার আগেই এই নগরের অনেক উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত। ওই সময় থেকেই নারায়ণগঞ্জের ব্যবসায়িরা আমার সঙ্গে উন্নয়ন কাজে সম্পৃক্ত থেকেছেন এবং এখনও আছেন। আর আমি সংসদ সদস্য হওয়ার পর নারায়ণগঞ্জের ব্যবসায়িরা উন্নয়ন কাজে আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য নারায়ণগঞ্জের ব্যবসায়িদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। “দানবীর” উপাধি জনগণ আমাকে ভালবেসে দিয়েছে। আমি কখনো বলিনি আমি দানবীর।
সেলিম ওসমান আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগতভাবে কত টাকা খরচ করে কী কী উন্নয়ন কাজ করেছি তার ফিরিস্তি আমার ট্যাক্স ফাইলে বিস্তারিত আছে। এর কোন ব্যাখ্যা আমি অন্য কারও কাছে বা সিটি করপোরেশনের কারও কাছে দেবো না। তবে সিটি করপোরেশনের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মেয়রের কাছ থেকে আমি এ ধরণের বক্তব্য আশা করিনি।
সেলিম ওসমান বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতে মেয়রের সঙ্গে এক টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছি। সেখানে নারায়ণগঞ্জের সব জনপ্রতিনিধিদের উপস্থিতি আমার কাম্য ছিল। সেলিম ওসমান বলেন, কারও সম্পর্কে সমালোচনা গঠন মূলক হলে ভাল হয়। কিন্তু মেয়র আমার উন্নয়ন নিয়ে খোঁচা দিয়েছেন। এখন আমরা যদি বলি, সিটি করপোরেশনের উন্নয়নের বেশির ভাগের অংশীদার জাইকা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি। আসলে উন্নয়নটাই বড় কথা। আমার ভাল কাজে যদি কেউ সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে সেটি নিয়ে সমালোচনার কিছু নেই। তেমনি আমরাও বিদেশী দাতা সংস্থার অনুদানকে খাটো করে দেখতে পারি না। কারণ আমাদের মূল উদ্দেশ্য উন্নয়ন।
সেলিম ওসমান আরও বলেন, উন্নয়নের স্বার্থে যেসব ব্যবসায়ি আমাকে সহায়তা করেছেন, আইভী আমাকে ছোট করতে গিয়ে পক্ষান্তরে ওইসব ব্যবসায়িকে ছোট করেছেন, যারা ৫ আসনের উন্নয়নে আমার অংশীদার।
তিনি বলেন, নারায়ণগঞ্জে এমন অনেক ব্যবসায়ি আছেন যারা এই শহরের উন্নয়নে কিছু করতে চান। কিন্তু একটি প্লাটফর্মের কারণে তারা কিছু করতে পারছিলেন না। আমি সেলিম ওসমান তাদের সেই প্লাটফর্ম তৈরী করে দিয়েছি। আমার সংসদীয় এলাকায় স্কুল, কলেজ, কবরস্থান, মাদ্রাসার উন্নয়ন করেছি। অসহায় আর দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আর এসব ভাল কাজে আমার সহযোগি হয়েছেন অনেক ব্যবসায়ি। তাদের প্রতি আমার স্যালুট। এটা যদি আমার দোষ হয় তাহলে সেই দোষ আমি মাথা পেতে নিচ্ছি।
সবশেষে তিনি বলেন, ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’ আমি সবাইকে নিয়ে সদর-বন্দর আসনের উন্নয়ন করার চেষ্টা করেছি। যা দেশের আর কোন এলাকায় সম্ভব হয়নি।
অন্যদিকে গত শনিবার মেয়র আইভী সেদিন বলেছেন, হিন্দু মুসলমান ক্ষেপিয়ে মনে করেছে শামীম ওসমান অনেক বড় গুন্ডা। না, তিনি প্রকৃত অর্থে একটা ছিচকে গুন্ডা। সাহস নাই। সে সাহস থাকলে আমার সাথে লড়ুক। যদি সত্য সাহস থাকে, তাহলে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, সামনে আসুক।
হিন্দু সম্প্রদায়ের জিউস পুকুরের জমি দখলের অভিযোগ ও আন্দোলন নিয়ে আইভী আরো সমালোচনা করে বলেছেন, ‘ওই জিউস পুকুর নিয়ে, ফতুয়া দিয়ে, সিধুর পরেছি, হিন্দু হয়ে গেছি; এই ধরণের কথা বার্তা এই যোগের মানুষ এখন খায় না। এইটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। এখন ছেলে মেয়েরা সারা দুনিয়ার তথ্য ঘরে বসে বের করে ফেলে। এখানে দখল দারিত্ব আর দখলের জায়গা নেই।’
নগরীর বাগে জান্নাত মসজিদ মাদ্রাসার বিষয়ে মেয়র আইভী আন্দোলনকারী ওলামা পরিষদ নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘বাগে জান্নাত মসজিদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজেস্ব জমিতে। আপনি অবৈধভাবে সিটির জায়গায় মসজিদ করে রাখবেন? ওয়াক্ফ করার কি প্রয়োজন নাই? ওয়াক্ফ ছাড়া কি নামাজ হয়? আপনারাই বলেন। ওফাক্ফ ছাড়া আপনারা নামাজ পড়ছেন। আমরা বলেছি, এটাকে বৈধভাবে করে দেই। সেখানে কার বাড়া ভাতে ছাই পড়লো? কেন পানি ঘোলা করা হচ্ছে?’
ওলামা পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের আন্দোলন রাজনৈতিক কারন হিসেবে তিনি দাবি বলেন, ‘৫ বছর পর পর নাটক মঞ্চস্থ করতেই হয়। সেই নাটকে এবার আসছে জিউস পুকুর ও মসজিদের পর্ব। আমি মসজিদ ভাঙ্গবো কি কারণে? যেখানে আমি ৬টা মসজিদ করে দিয়েছি। শেখ রাসেল পার্কের পাশেই আরেকটি বড় মসজিদ সরকার করে দিচ্ছে। আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সহযোগীতা করছি। শুনেন মিথ্যা কিন্তু বেশি দিন টিকে থাকে না। সত্য আসবেই। আমি সত্য কথা বলি, মিথ্যা কথা কোন দিন বলি না। আমি সত্য কথা বলি সব সময়। কাজ করি, মানুষকে সম্মান করি।’
এমপি একেএম সেলিম ওসমান পরের টাকায় দান করে দানবীর সাঁজছেন বলে মন্তব্য করে মেয়র আইভী বলেছেন, দুই ভাই শেখ হাসিনাকে ছাড়াই নারায়ণগঞ্জের মেয়র ঘোষণা করে দেন। আপনি জাতীয় পার্টিতে আছেন, জাতীয় পার্টি নিয়েই থাকেন। আর নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ থাকতে দেন। নইলে আপনার প্রার্থী দেওয়ার যোগ্যতা নাই, সমর্থনও নাই।’
তিনি সেলিম ওসমানকে আরো বলেন, ‘অন্যের টাকা দান করে দানবীর হয়ে যান। ব্যবসায়ীদের টাকা দান করেন, দানবীর হয়ে যান। যেখানে আছেন সেখানে থাকেন। দানবীর আছেন দানবীর অবস্থায় থাকেন। মোল্লাদের নিয়ে, হিন্দুদের নিয়ে সাংস্কৃতি কর্মীদের নিয়ে এত বেশি বাড়াবাড়ি কইরেন না। আপানাদের তৌফিক দিক নাটক মঞ্চস্থ করার আর আমাদের তৌফিক দিক জনগণকে নিয়ে সেই নাটক দেখার। বকিটা আপনাদের উপর।’