সোনারগাঁয়ে করোনার ভ্যাকসিন নিতে দীর্ঘ লাইন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা উদ্ধোধনের পর প্রথম দিকে মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবনতা কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে সচেতনা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে টিকা নেয়ার প্রবনতা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, টিকা উদ্ধোধনের পর থেকে উপজেলাবাসীর মধ্যে টিকা নেয়ার প্রবনতা কম থাকলে দিন যত যাচ্ছে টিকা নেয়ার প্রবনতা বাড়ছে। গত কয়েকদিনে প্রথম দিকের তুলনায় টিকা নেয়ার প্রবনতা বেড়ে দ্বিগুন হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইনে দাড়িয়ে লোকজন টিকা নিচ্ছে। গত ২ দিনে প্রায় ২ হাজার ৭শত লোক করোনা ভাইরাসের টিকা। প্রতিদিনই মানুষের মধ্যে বাড়ছে টিকা নেয়ার আগ্রাহ।