সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান পদপ্রাথী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
২১ ফেব্রয়ারী রবিবার সকালে যথাযর্থ মর্যাদায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাপক অর্পনের মধ্যে দিয়ে তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা্ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি শাহ জামাল তোতা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা শাহ আলম সহ উপজেলা আওয়ামীলীগের কয়েক হাজার নেতাকর্মী ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ৭টা থেকে সোনারগাঁও ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীদের নিয়ে জড়ো হোন সোহাগ রনি। প্রতিটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হয়। এরপর সেখান থেকে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে সোনারগাঁও উপজেলা চত্ত্বরে এসে শোডাউন করে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান সোহাগ রনি। ওই সময় বিশাল আকৃতির জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শ্লোগান দেন। একই সঙ্গে ভাষা শহীদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে খালি পায়ে হেটে এসে শহীদের প্র্রতি শ্রদ্ধা জানান।