সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাবদী সম্মিলিত মদিনা জামে মসজিদ নির্মাণ কাজ ২১ ফেব্রুয়ারি রবিবার হতে শুরু হয়েছে।
সকাল ১১টায় মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।
মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজাহান প্রধানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন মেম্বার, সৌদী মদিনা বিশ্ব বিদ্যালয়ের লিসান্স, শায়খ সিদ্দিকুর রহমান সাদেক ও শায়খ আকমল হোসেন মাদানী।
চাষাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব,শায়েখ ওবায়েদুল রহমান, ফরাজীকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদ এর ইমাম শায়েখ সিদ্দিকুর রহমান সাদেক, ঢাকা ত্রিমোহনী জামে মসজিদ এর খতিব শায়েখ মাহমুদ বিন কাসিম, কলাবাগ জামে মসজিদের এর সভাপতি মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওমীলীগ নেতা কুতুবউদ্দিন, গোলাম আলী, বিশিষ্ট ব্যবসায়ী, প্রদীপ হোসেন, শাহাদাত হোসন ঠিকাদার, মনির হোসেন, ফারুকুল ইসলাম, ফাইম উদ্দিন, আশরাফুল আলী, ওয়াহিদ হোসেন, মামুন, রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন প্রধান বলেন, যে যেভাবেই ডাকুক না কেনো সবাই কিন্তু আল্লাহকেই ডাকেন। নিজেদের মধ্যে বিভেদ দূর করে দ্বীনের কাজ করুন। বিশেষ বিশেষ হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে থাকে। আল্লাহ প্রদত্ত হাত ছাড়া মসজিদ নির্মাণ সম্ভব নয়। সাবদীর এই মসজিদ নির্মাণ নিয়ে আমার কোন কৃতিত্ব নেই সব ওই ওপরওয়ালার ইশারায় আর আমার ভাইয়েরা এগিয়ে এসেছে বিধায় মসজিদ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।