সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মুসল্লীদের যাতায়াতের সুবিধার জন্য সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ হাফেজিয়া মাদ্রাসার সামনের সড়কটি সংস্কার করে দিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি। ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল নিজে উপস্থিত থেকে এ রাস্তাটির সংস্কার করেন।
জানাগেছে, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ হাফেজিয়া মাদ্রাসার রাস্তাটি দীঘদিন যাবত সংস্কার না হওয়ার বাড়ী মজলিশ ও বন্দেরা এলাকার কয়েক হাজার লোকের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে যারা মালামাল পরিবহন করে নিয়ে যেতো তাদের বেশী সমস্যার সম্মুখীন হতে হয়।
কিন্তু ইউনিয়ন পরিষদকে জানানোর পরও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করায় এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ খবরটি চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির কাছে জানানোর পর তিনি রাস্তাটি পরিদর্শন করে নিজ উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেন। অবশেষে বুধবার বিকেলে রড ও পাথর দিয়ে স্থায়ীভাবে রাস্তাটির সংস্কার কাজ শেষ করেন।
এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসা ও মসজিদে প্রবেশ মুখের রাস্তাটি দীঘদিন সংস্কার না করায় খানাখন্দের তৈরী হয়। এতে করে এ পথে চলাচলরত মানুষের খুবই অসুবিধে হতো। বুধবার বিকেলে সোহাগ রনি নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় এ এলাকার কয়েক হাজার মানুষ ও মসজিদে আসা মুসল্লিদের দীঘদিনের সমস্যার সমাধান হলো। এজন্য তারা চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনিকে ধন্যবাদ জানিয়ে আগামী ইউনিয়ন পরিষদে তাকে নিবাচিত করার প্রতিশ্রতিও প্রদান করেন। তারা বলেন, যিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন তাকেই তো নির্বাচিত করা উচিত।