আর্সেনিক ঝুঁকি নিরসনে ‘গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাইয়ার’ প্রকল্পের উদ্বোধনে এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানিয়েছেন, আগামী ৩বছর সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হবে। সেজন্য সোনারগাঁবাসীর সহযোগীতা চাই। যদি স্বতঃস্ফূর্তভাবে সোনারগাঁবাসীর সহযোগীতা পাই তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁয়ে উন্নয়নের রেকর্ড গড়বো ইনশাহআল্লাহ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসনে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাদিপুর গঙ্গাবাজার এলাকায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ‘গঙ্গাপুর বাজারে গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাইয়ার’ এর উদ্বোধনী উপলক্ষ্যে সুধী সমাবেশে এসব কথা বলেন আমজনতার এমপি খ্যাত লিয়াকত হোসেন খোকা।

এমপি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে সোনারগাঁবাসীকে উদ্দেশ্য করে বলেন, সোনারগাঁয়ে আগামী ৩বছরে ব্যাপক উন্নয়ন হবে। আপনারা আমাকে সহযোগীতা করবেন।

তিনি বলেন, আমি গত ৭টি বছর সোনারগাঁয়ে অনেক উন্নয়ন করেছি। কিন্তু করোনাকালীন সময়ে উন্নয়ন কাজ অনেক বন্ধ ছিল। আল্লাহর মেহেরবানীতে করোনা এখন কম হওয়ায় আবার সকল উন্নয়ন শুরু করেছি।

উপজেলার সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ সালাউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান, যুব উন্নয়ন অফিসার ইয়াসিনুল হাবিব।

এ ছাড়াও মোঃ রফিকুল ইসলাম মেম্বার, কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হানিফ হক, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, মোঃ নুরুজ্জামান মেম্বার, মোঃ হাকিমউদ্দিন মেম্বার, মোঃ নুর হোসেন মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, আব্দুল হাই মেম্বার, জোহরা মেম্বার, জাকির হোসেন মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, আমির আলী মেম্বার, মোঃ হানিফ সরকার, মোঃ সুমন মিয়া, সামির আলী প্রমূখ উপস্থিত ছিলেন।