সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের চিতাশাল এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন আলোর পথ সংগঠন এর সভাপতি ও ইউপি চেয়ারম্যানের সুযোগ্য পুত্র নাজিব মাহমুদ সপ্নীল।
১১ মার্চ বৃহস্পতিবার সকালে চিতাশাল এলাকায় এ মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু’র উদ্যোগে ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জামান মিয়া’র তত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা মারার ওষুধ দেওয়া হয়। চিতাশাল থেকে শুরু করে কুসুমবাগ, নুরবাগ ও পশ্চিম দেলপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় এ মশা মারার ওষুধ দেওয়া হয়।
এসময় জামান মেম্বার এর তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হক সিকদার, কুসুমবাগের তরুণ সমাজ সেবক রাহাত, চিতাশাল এলাকার তরুণ সমাজ সেবক মো. মিশু ও মো. সাদ্দাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মশা নিধন কর্মসূচী শুরু করার বিষয়ে জানতে চাইলে জামান মেম্বার বলেন, আমরা মাত্র একটি বিশ্ব মহামারি থেকে নিজেদেরকে রক্ষা করে উঠে দাড়ালাম। সামনে বর্ষা মৌসুমে যেনো কেউ চিকনগুনিয়া অথবা ডেঙ্গুতে আক্রান্ত নাহয় তার জন্যই ফগার মেশিনের মাধ্যমে মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে পাড়া-মহল্লায়।
এলাকার বিভিন্ন ঝোপঝাড়, নালায়, ড্রেনে ও মশা জন্ম নেয় এমন জায়গা গুলোতে মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে। মশা নিধনে যেই ফগার মেশিন টা ব্যবহার হচ্ছে এটা আমার নিজস্ব অর্থায়নে কেনা। আমাদের চেয়ারম্যান সাহেব এই মশা নিধন কর্মসূচি পালনে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করেন।