সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শাসনগাঁও বিসিক এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত রাসেল মাহামুদের দাবি তিনি মাদক বিক্রিতে মাদক ব্যবসায়ীদের বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিনি আহত হয়েছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের মাঝে বিরোধের জের ধরে দুই পক্ষের মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও বেশকয়েকবার তিনি হামলা ও মামলার ঘটনায় জড়িয়েছেন এবং আহত হয়েছেন।
১৪ মার্চ রবিবার বিকেল তিনটায় ফতুল্লার শাসনগাঁও বিসিক মার্টিন গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে। এসময়ে রাসেল মাহমুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাসেল মাহমুদ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রাসেল মাহমুদ ফতুল্লা থানাধীন শাসনগাঁও বিসিক এলাকার গােল মােহাম্মদ এর ছেলে।
আহত রাসেল অভিযোগে দাবি করেছেন- বিসিক মার্টিন গার্মেন্টেসের সামনে রানা, মাসুদ, আব্দুর রহমান দীর্ঘদিন যাবত মাদক বিক্রয় সহ বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিল। রাসেল মাহমুদ সহ এলাকার বিভিন্ন শ্রেণির লােকজন বিসিক শিল্প মালিক সমিতি তাদেরকে এখানে মাদক ব্যবসা না করার জন্য এবং এহেন কর্মে বাধা নিষেধ করে আসছিল। মাদক ব্যবসায়ীর বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছিল।
রবিবার বিকেল তিনটায় মার্টিন গার্মেন্টসের সামনে পূণরায় মাদক বিক্রয় কর্ম করাকালীন সময়ে রানা, মাসুদ, আব্দুর রহমান ও অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদী রাসেল মাহামুদকে উক্ত গার্মেন্টসের সামনে জনসম্মুখে এলােপাথাড়ী মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা জখম করে। এক পর্যায় ২ ও ৩নং বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরােধ করার চেষ্টা করলে তাতে ব্যর্থ হলে ১নং বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে একটি ধারালাে চাপাতি দ্বারা তার মাথায় আঘাত করে তার মাথার বামপাশে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে।
রাসেল মাহামুদ বলেন, তারপর আমার আত্মচিকারে আশপাশের লােকজন এগিয়ে আসলে ১নং বিবাদী যে কোন মূল্যে আমাকে খুন-জখম সহ জীবনের তরে শেষ করে ফেলবে অন্যথায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা মােকদ্দমা দায়ের করে আমার বড় ধরনের ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এস.আই খবির উদ্দিন। তিনি জানান, রাসেল মাহমুদ আহত হয়েছেন তাকে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।