নগরীর ফুটপাত দখলচেষ্টাকারী কথিত হকার নেতা আসাদ রিমান্ডে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত হকার নেতা আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানকে ২দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

১৪ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এর আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ৯মার্চ বিকালে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরদিন গ্রেপ্তারকৃত ৩ জন সহ আরো ২৭ জনের নামোল্লেখ করে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টিসহ নানা অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি, ২১টি ইটের টুকরো, কাঠে ডাসা ১১টি, লোহার রড ২টা উদ্ধার করা হয়।

ওই সময়ে বিক্ষুব্ধ হকাররা বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। তিনটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার, ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। ওই সময়ে বাস থেকে ভয়ে লাফিয়ে নামতে গিয়ে একজন নারীসহ ৫ জন আহত হয়। হকারদের ইটপাটকেলে অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে দাবি করেছে পুলিশ।